Social Icons

Pages

মনে মনে নয়, কথা হবে মাথায়-মাথায়!

 ছয় মাস পর প্রাণপ্রিয় বন্ধু মারা যাবেন। এমন উপলব্ধি থেকে পারস্যের কবি শেখ শাদী ছয় মাস আগেই রওনা হয়েছিলেন বাগদাদের উদ্দেশে। বন্ধুর মৃত্যুর কিছুক্ষণ আগে তার সামনে হাজির হয়েছিলেন শেখ শাদী। মনের সাথে মনের এই তারহীন যোগাযোগের রহস্য শুধুই আন্তরিকতা। কিন্তু
ফ্রান্সে বসবাসকারী কোনো ব্যক্তির মস্তিষ্কে যদি ভারত থেকে সঠিক সঙ্কেত পাঠানো যায় তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বরং ইন্টারনেটে লেখার ঝামেলা এড়িয়ে চলা যাবে। আগামী এক দশকের মধ্যে এমনই যোগাযোগ ব্যবস্থার কথা ভাবছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা এগিয়েছেনও অনেক দূর।
প্রথমবারের মতো বিজ্ঞানীরা কোনোপ্রকার সংযোগ ছাড়াই পৃথক দুই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপনের রাস্তা খুঁজে পেয়েছেন। এমন একজন ভারতে আরেকজন ফ্রান্সে থাকলেও তা সম্ভব।




 
Blogger Templates