হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণা অনুযায়ী, এ প্রযুক্তিতে এক মস্তিষ্ক থেকে আরেক মস্তিষ্কে তথ্য পাঠানো সম্ভব হবে হাজার মাইল দূর থেকেও।
গবেষণা সহযোগী তাত্ত্বিক পদার্থবিদ জিওউলিও রুফিনির মতে, ‘স্বপ্নের ভাবধারা প্রকাশের প্রযুক্তিগত উপলব্ধি এটি। এটি মোটেও জাদুকরি কিছু নয়। আমরা মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বিদ্যুৎচৌম্বকীয় প্রযুক্তি ব্যবহার করছি।’