Social Icons

Pages

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণা অনুযায়ীএ প্রযুক্তিতে এক মস্তিষ্ক থেকে আরেক মস্তিষ্কে তথ্য পাঠানো সম্ভব হবে হাজার মাইল দূর থেকেও।
গবেষণা সহযোগী তাত্ত্বিক পদার্থবিদ জিওউলিও রুফিনির মতে, ‘স্বপ্নের ভাবধারা প্রকাশের প্রযুক্তিগত উপলব্ধি এটি। এটি মোটেও জাদুকরি কিছু নয়। আমরা মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বিদ্যুৎচৌম্বকীয় প্রযুক্তি ব্যবহার করছি।

মনে মনে নয়, কথা হবে মাথায়-মাথায়!

 ছয় মাস পর প্রাণপ্রিয় বন্ধু মারা যাবেন। এমন উপলব্ধি থেকে পারস্যের কবি শেখ শাদী ছয় মাস আগেই রওনা হয়েছিলেন বাগদাদের উদ্দেশে। বন্ধুর মৃত্যুর কিছুক্ষণ আগে তার সামনে হাজির হয়েছিলেন শেখ শাদী। মনের সাথে মনের এই তারহীন যোগাযোগের রহস্য শুধুই আন্তরিকতা। কিন্তু
 
Blogger Templates